Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ১২ চৈত্র, ১৪২৯
সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ ডিসেম্বর ২০১৭

ভোমরা স্থলবন্দর হবে অর্থনৈতিক অগ্রগতির মেলবন্ধন


প্রকাশন তারিখ : 2017-12-06

বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থলবন্দর হিসেবে ভোমরা হবে ভারতের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতির মেলবন্ধন। কাস্টমস হাউজ নির্মাণে সাতক্ষীরার ভোমরা বন্দর অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
মঙ্গলবার বিকেলে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের উদ্যোগে সদর উপজেলার ভোমরা স্থল শুল্ক স্টেশন প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার কমিশনার কেএম অহিদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য লুৎফর রহমান, ভারতের ঘোজাডাঙ্গা কাস্টমসের সহকারী কমিশনার পিকে জিনহা, জেলা প্রশাসক আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দীন প্রমুখ।
এনবিআরের চেয়ারম্যান বলেন, ভোমরা স্থলবন্দর পূর্ণ স্থলবন্দরের মর্যাদা পাওয়ায় পর্যায়ক্রমে অবকাঠামো উন্নয়ন, জনবল বৃদ্ধি করাসহ সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

মুজিব১০০ আ্যাপ

মাস্ক পরুন সেবা নিন