Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ১০ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মার্চ ২০১৭

ডিসেম্বরের মধ্যে ১৮২ উপজেলায় শতভাগ বিদ্যুৎ


প্রকাশন তারিখ : 2017-03-29

                   

বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে ভিশন-২০২১ বাস্তবায়নের পদক্ষেপকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সরকার আগামী ডিসেম্বরের মধ্যে ১৮২টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ বাসসকে জানান, সরকার ২০২১ সালের মধ্যে প্রতিটি গৃহ ও সকল জনগনকে বিদ্যুৎ সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ৮০ ভাগ লোক বিদ্যুৎ পাচ্ছে। বিদ্যুৎ উৎপাদন ১৫ হাজার ৩৮৯ মেগাওয়াটে উন্নীত হয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আমরা একশ’টি উপজেলায় জুনের মধ্যে প্রায় শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হব এবং এ বছরের ডিসেম্বরের মধ্যে বাকি উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
বিদ্যুৎ উৎপাদনে দেশকে স্বাবলম্বী করতে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ২০২১ সালের মধ্যে প্রতিটি উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় চলে আসবে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন,বিদ্যুৎ উৎপাদনে সরকারের সিদ্ধান্ত দেশে বিনিয়োগ পরিবেশ সৃষ্টি এবং দ্রুত উন্নয়নে অবদান রাখছে।
আরইবি সূত্র জানায়, সংস্থাটি ২০২১ সালের মধ্যে ৫৭ লাখ প্রি-পেইড মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে।

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

শেখ রাসেল পদক ২০২৪

 

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন