Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ১২ আশ্বিন, ১৪৩০
সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জানুয়ারি ২০১৭

ঝালকাঠিতে অতিদরিদ্রদের জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দ


প্রকাশন তারিখ : 2017-01-30

জেলার ৪টি উপজেলায় অতিদরিদ্র পরিবারের ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৪ কোটি ৫৩ লাখ ৯২ হাজার টাকা বরাদ্দ এসেছে। এই অর্থ দিয়ে জেলার ৫ হাজার ৬শ’ ৭৪ জন অতিদরিদ্র পরিবার দৈনিক ৮ ঘন্টা করে কাজের পারিশ্রমিক বাবদ ২০০ টাকা হারে অর্থ পাবেন।
জেলা ত্রাণ ও পুনবাসন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৪টি উপজেলায় এই কর্মসূচির আওতায় রাস্তা মেরামত, খাল খনন ও বেড়িবাঁধ নির্মাণ করা হবে। জেলা প্রশাসন উপজেলা পর্যায় এই কর্মসূচির তালিকা চেয়ে উপ-বরাদ্দপত্র পাঠিয়েছে। এই প্রকল্পের অন্তর্ভূক্ত শ্রমিকরা ব্যাংক হিসেবের মাধ্যমে তাদের অর্থ প্রাপ্ত হবেন।
কর্মসূচির আওতায় ঝালকাঠি সদর উপজেলায় ১৩০৩ জন শ্রমিকের জন্য ১ কোটি ৪ লাখ ২৪ হাজার টাকা, নলছিটি উপজেলায় ১৯০০ শ্রমিকের জন্য ১ কোটি ৫২ লাখ টাকা, রাজাপুর উপজেলায় ১৫৬৬ জন শ্রমিকের জন্য ১ কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা এবং কাঠালিয়া উপজেলার ৯০৫ জন শ্রমিকের জন্য ৭২ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’

অনলাইন কুইজ প্রতিযোগিতা

মুজিব১০০ আ্যাপ