Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ১১ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জানুয়ারি ২০১৭

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ৭ জনের নাম ঘোষণা


প্রকাশন তারিখ : 2017-01-24

এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ৭ জনের নাম ঘোষণা করা হয়েছে।
এবছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সাহিত্যিক, গবেষক, কবি শিক্ষাবিদকে এ সম্মাননা দেয়া হচ্ছে।
আজ বিকেলে বাংলা একাডেমির ড.মুহাম্মদ শহীদুল্লাহ ভবনের শহীদ মুনীর চৌধুরী অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের এ পুরস্কারের ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
এবার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন কবিতায় আবু হাসান শাহরিয়ার, কথাসাহিত্যে শাহাদুজ্জামান, প্রবন্ধ ও গবেষণায় মোরশেদ শফিউল হাসান,অনুবাদে ড.নিয়াজ জামান, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে ডা.এম এ হাসান, আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমনকাহিনী বিভাগে পুরস্কার অর্জন করেছেন নূরজাহান বোস এবং শিশুসাহিত্যে রাশেদ রউফ।
মহাপরিচালক শামসুজ্জামান খান বলেছেন, মানসম্মত লেখা পাওয়া না যাওয়ায় এ বছর নাটক ও বিজ্ঞান বিভাগে কেউ পুরস্কার পাননি।
আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দিবেন। মনোনীতরা নগদ ১ লাখ টাকা,ক্রেষ্ট ও সনদ পাবেন।

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

শেখ রাসেল পদক ২০২৪

 

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন