Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ১০ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ফেব্রুয়ারি ২০১৭

প্রবাসীরা সাতদিনের মধ্যে এমআরপি পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশন তারিখ : 2017-02-26

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার বলেছেন, বিদেশে বাংলাদেশী নাগরিকরা সর্বোচ্চ সাতদিনের মধ্যে তাদের ‘মেশিন রিডেবল পাসপোর্ট’ (এমআরপি) পাবেন।
‘পাসপোর্ট সেবা সপ্তাহ’ উপলক্ষে আজ রাজধানীর ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দ্রুত পৌঁছানোর লক্ষ্যে সরকার ফেডেক্স-এর মাধ্যমে দুই থেকে তিনদিনের মধ্যে এমআরপি সমূহ বাংলাদেশ মিশনে পাঠাবে।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, পাসপোর্টসমূহ দ্রুত পৌঁছানোর লক্ষ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বৈশ্বিক কুরিয়ার সার্ভিস ফেডারেল এক্সপ্রেস-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং ফেডারেল এক্সপ্রেস-এর ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক ব্যাগে পাঠানোর কারণে বিদেশে বাংলাদেশী নাগরিকরা সাধারণত আবেদন জমা দেয়ার পরে দুই থেকে তিনমাসের মধ্যে এমআরপি পেয়ে থাকে।
তিনি বলেন, হয়রানি বন্ধের পাশাপাশি দ্রুত ভেরিফিকেশনের জন্য সরকার অনলাইন ভেরিফিকেশন প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী বলেন, এছাড়াও পাসপোর্ট তৈরিতে দুর্নীতি কমাতে ই-পাসপোর্ট সার্ভিস চালুর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ।

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

শেখ রাসেল পদক ২০২৪

 

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন