Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ৩ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ফেব্রুয়ারি ২০১৭

আজ থেকে শুরু বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট


প্রকাশন তারিখ : 2017-02-09

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারত সিরিজের একমাত্র টেস্ট। নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথমবারের মত স্বাগতিক হিসেবে ভারতের মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে টেস্টটি।
২০০০ সালের ১০ নভেম্বর দেশের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে বড় ফরম্যাটে অভিষেক হয় বাংলাদেশের। এরপর ভারতের সাথে ৭টি টেস্ট ম্যাচ খেলে টাইগাররা। সবগুলোই স্বাগতিক হিসেবে খেলতে হয় বাংলাদেশকে। তাই ভারতের মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা বাংলাদেশের এখনও শুন্য।
অবশেষে ভারতের মাটিতে টেস্ট খেলার স্বাদ নিতে যাচ্ছে বাংলাদেশ। সেই অভিজ্ঞতাটা ঐতিহাসিকই বটে। কিন্তু এই টেস্টটিকে ঐতিহাসিক বলতে নারাজ বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। দেশ ছাড়ার আগে এমনটাই জানিয়েছিলেন মুশি, ‘আমার কাছে এই টেস্টটিকে ঐতিহাসিক বলে মনে হয় না।’
তারপরও এমন টেস্টে ভালো করার ইঙ্গিত দিলেন মুশফিকুর। টেস্টের আগের দিন মুশি বলেন, ‘দলগতভাবে ভালো খেললে সাফল্য আসবে। ভারত শক্তিশালী দল। বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে।’
ভারতের বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী খেলার কথা বললেন মুশফিকুর। কারন বর্তমানে টেস্ট র‌্যাংকিং-এর এক নম্বর দল ভারত। গেল পাঁচ সিরিজে প্রতিপক্ষকে নাস্তনাবুদ করেছে টিম ইন্ডিয়া। তাই শক্তি বিচারে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে ভারত। তারপরও ব্যাটসম্যান-বোলারদের পারফরমেন্সের দিকে চেয়ে ভারত দলপতি বিরাট কোহলি, ‘আমি মনে করি এ ম্যাচে বোলারদের কাজটা হবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নিতে না পারি, তবে ম্যাচ জয় করা কঠিন হবে। বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে হবে।’
এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ভারত। ৬টি ম্যাচে ভারত জয় পেয়েছে। আর ২টি ম্যাচ হয়েছে ড্র।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য) : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।
ভারত একাদশ (সম্ভাব্য) : বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, করুন নায়ার/জয়ন্ত যাদব, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন