Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ১২ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মার্চ ২০১৭

বাংলাদেশ-ভারত দ্বিতীয় জ্বালানি সংলাপ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2017-03-19

বাংলাদেশ-ভারত দ্বিতীয় জ্বালানি সংলাপ শনিবার ঢাকায় সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়।
সংলাপে বাংলাদেশের পক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী এবং ভারতের পক্ষে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের সচিব কে ডি ত্রিপাঠি নেতৃত্ব দেন। আগামী দিনের জ্বালানি সংকট মোকাবিলায় উভয় দেশই পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে ও সহযোগিতার ক্ষেত্র বাড়াতে একমত পোষণ করে।
এবারের দ্বিতীয় জ্বালানি সংলাপে বাংলাদেশের অফশোরে ONGC Videsh Ltd- এর অনুসন্ধান কার্যক্রম, পেট্রোনেট কর্তৃক R-LNG টার্মিনাল নির্মাণ, আইওসিএল কর্তৃক R-LNG সরবরাহ প্রস্তাব, তাপি পাইপ লাইনে সংযুক্ত ভারতীয় নেটওয়ার্ক ব্যবহার করে তুর্কিমিনিস্তান ও ইরান থেকে গ্যাস আমদানি, মিয়ানমার থেকে গ্যাস আমদানিতে যৌথ উদ্যোগ গ্রহণ, নোমালিগড় হতে ডিজেল আমদানি, আইওসিএল কর্তৃক চট্টগ্রামে LPG Plant ও টার্মিনাল নির্মাণ, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর, প্রশিক্ষণ, নীল অর্থনীতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ভারত পেট্রোকেমিক্যাল ও মোম রপ্তানির প্রস্তাব দেয়।
উল্লেখ্য, প্রথম সংলাপ দিল্লীতে ২০১৬ সালের জুনে অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ-ভারত তৃতীয় জ্বালানি সংলাপ ২০১৮ সালের মার্চে দিল্লীতে অনুষ্ঠিত হবে।

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

শেখ রাসেল পদক ২০২৪

 

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন