Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ৭ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ এপ্রিল ২০১৭

বিএসটিআইতে অটো বিলিং সেবা চালু


প্রকাশন তারিখ : 2017-04-05

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশনে (বিএসটিআই) গতকাল বিল ম্যানেজমেন্ট সফট্ওয়্যারের মাধ্যমে অটো বিলিং সেবা চালু হয়েছে।
সেবাগ্রহীতাদের দ্রুততম সময়ে সেবা প্রদান এবং প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা আনতে এ সেবা কার্যক্রম চালু হলো বলে জানান প্রতিষ্ঠানের মহাপরিচালক সাইফুল হাসিব।

গতকাল রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে অটো বিলিং সেবার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সাইফুল হাসিব বলেন, অটো বিলিং সেবা চালু হওয়ায় রশিদের মাধ্যমে ফি আদায়ের যেসব সমস্যা ছিলো তা দূর হলো । ইতোমধ্যে বিভিন্ন বিভাগে গ্রাহকসেবা প্রদান পদ্ধতিতে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএসটিআই’র পরিচালক (মান) আ.ন.ম. আসাদুজ্জামান, পরিচালক (মেট্রোলজি) মো. আনোয়ার হোসেন মোল্লা, পরিচালক (পদার্থ) শামীম আরা বেগম, পরিচালক (সিএস) প্রকৌশলী মো: ইসহাক আলী, পরিচালক (রসায়ন) তপতী সাহাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, বিএসটিআই’র সেবাগ্রহীতাদের সুবিধার্থে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ক্যাশ কাউন্টারের জন্য একটি আধুনিক ও যুগপোযোগী সফট্ওয়্যার তৈরি করা হয়েছে। খুব শিগগিরই বিএসটিআই’র আঞ্চলিক অফিসসমূহে এ সফট্ওয়্যারের মাধ্যমে অটো বিলিং সেবা চালু হবে।

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন