Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ৩ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলায় বিশেষ গুরুত্ব দিচ্ছে : স্পিকার


প্রকাশন তারিখ : 2017-02-09

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন জনিত সমস্যাকে অন্যতম বড় ইস্যু হিসেবে চিহ্নিত করে তা মোকাবেলায় বিশেষ গুরুত্ব দিচ্ছে।
ঢাকায় সফররত সুইডিশ বামপন্থী সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের সাথে সাক্ষাত করতে গেলে তিনি তাদের এ কথা বলেন।
প্রতিনিধিদলের সদস্যবৃন্দ হলেন, জেন্স হোম ও নোশি ডাগোষ্টার।
সাক্ষাতকালে তারা জলবায়ু পরিবর্তন, পরিবেশ, গৃহায়ন নীতিমালা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
ড. শিরীন শারমিন বলেন, সরকার নিজস্ব অর্থায়নে জলবায়ু তহবিল গঠন করেছে। এ তহবিল থেকে নদী শাসন, নদী দূষণরোধ, সাইক্লোন সেল্টার নির্মাণ, উপকূলীয় এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, দুর্যোগকালীন খাদ্য সাহায্য ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ফলে এদেশে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় অনেক সফলতা এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার সমাজের দরিদ্র মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করেছে। এর ফলে পল্লী এলাকার ভূমিহীন মানুষের আবাসন সমস্যার সমাধান হয়েছে ।
সফররত সংসদীয় প্রতিনিধিদল নিজস্ব অর্থায়নে জলবাযু তহবিল গঠন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের সফলতার ভূয়সী প্রশংসা করেন।
তারা বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যা মোকাবেলায় বিশ্বকে একসাথে কাজ করতে হবে।

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন