Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ৭ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ ফেব্রুয়ারি ২০১৭

মুশফিকের অসাধারণ সেঞ্চুরিতে ৩৮৮ রানে অলআউট বাংলাদেশ


প্রকাশন তারিখ : 2017-02-12

অধিনায়ক মুশফিকুর রহিমের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে হায়দারাবাদ টেস্টের প্রথম ইনিংসে ৩৮৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হবার আগে টাইগার দলপতি মুশফিক করেন ২৬২ বলে ১২৭ রান। তার নান্দনিক ইনিংসে ১৬টি চার ও ২টি ছক্কা ছিলো। টেস্ট ক্যারিয়ারে এটি মুশির পঞ্চম ও ভারতের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি ছিলো।
৮১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন মুশফিক। আর ৫১ রান নিয়ে শুরু করে সেখানেই থেমে যান মেহেদি হাসান মিরাজ। এছাড়া লোয়ার-অর্ডারে তাইজুল ইসলাম ১০ ও তাসকিন আহমেদ ৮ রান করেন। কামরুল ইসলাম রাব্বি শুন্য রানে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে উমেশ যাদব ৩টি উইকেট নেন।
প্রথম ইনিংসে ভারতের ৬৮৭ রানের জবাবে ৩৮৮ রানে গুটিয়ে ফলো-অনে পড়ে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশকে ফলো-অন না করিয়ে ২৯৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আবারো ব্যাটিংয়ে নেমেছে ভারত।
স্কোর কার্ড (চতুর্থ দিন মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত) :
ভারত প্রথম ইনিংস : ৬৮৭/৬ডি, ১৬৬ ওভার (কোহলি ২০৪, বিজয় ১০৮, সাহা ১০৬*, তাইজুল ৩/১৫৬, মিরাজ ২/১৬৫)।
বাংলাদেশ প্রথম ইনিংস (আগের দিন ৬/৩২২) :
তামিম ইকবাল রান আউট (যাদব/কুমার) ২৪
সৌম্য সরকার ক সাহা ব উমেশ ১৫
মোমিনুল হক এলবিডব্লিউ ব উমেশ ১২
মাহমুদুল্লাহ রিয়াদ এলবিডব্লিউ ব ইশান্ত ২৮
সাকিব আল হাসান ক উমেশ ব অশ্বিন ৮২
মুশফিকুর রহিম ক সাহা ব অশ্বিন ১২৭
সাব্বির রহমান এলবিডব্লিউ ব জাদেজা ১৬
মেহেদি হাসান মিরাজ বোল্ড ব কুমার ৫১
তাইজুল ইসলাম ক সাহা ব উমেশ ১০
তাসকিন আহমেদ ক রাহানে ব জাদেজা ৮
কামরুল ইসলাম রাব্বি অপরাজিত ০
অতিরিক্ত (লে বা-১৫) ১৫
মোট (অলআউট, ১২৭.৫ ওভার) ৩৮৮
উইকেট পতন : ১/৩৮ (সৌম্য), ২/৪৪ (তামিম), ৩/৬৪ (মোমিনুল), ৪/১০৯ (মাহমুদুল¬াহ), ৫/২১৬ (সাকিব), ৬/২৩৫ (সাব্বির), ৭/৩২২ (মিরাজ), ৮/৩৩৯ (তাইজুল), ৯/৩৭৮ (তাসকিন), ১০/৩৮৮ (মুশফিকুর)।
বোলিং : ভুবেনশ্বর : ২১-৭-৫২-১, ইশান্ত : ২০-৫-৬৯-১, অশ্বিন : ২৮.৫-৭-৯৮-২, যাদব : ২৫-৬-৮৪-৩, জাদেজা : ৩৩-৮-৭০-২।
ভারত দ্বিতীয় ইনিংস :
মুরালি বিজয় অপরাজিত ১
লোকেশ রাহুল অপরাজিত ০
অতিরিক্ত ০
মোট (০ উইকেট, ১ ওভার) ১
বোলিং : তাইজুল ১-০-১-০।

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন