Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ১২ চৈত্র, ১৪২৯
সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মে ২০১৫

কীভাবে নতুন ব্যবসা শুরু করবেন

একজন নতুন বিনিয়োগকারীকে নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করে ব্যবসা শুরু করতে হয়। প্রথমে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিস এন্ড ফার্মস- এ নতুন কোম্পানি নিবন্ধন করাতে হয়। নিবন্ধন অফিসটির ঠিকানা টিসিবি ভবন (৭ম তলা), ১, কাওরান বাজার, ঢাকা। কোম্পানি আইন ও অন্যান্য বিধি অনুসারে এটি কোম্পানি, সমিতি ও অংশীদারি প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন দিয়ে থাকে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির জন্য পৃথক নিয়ম রয়েছে। আবেদনকারীকে সিটি কর্পোরেশন/ পৌরসভার কাছ থেকে ট্রেড লাইসেন্সও সংগ্রহ করতে হয়। ব্যবসার ধরন বুঝে বি.এস.টি.আই. বা অন্যান্য সংস্থা থেকেও সনদের প্রয়োজন হতে পারে।

 

কিছু কিছু কোম্পানির আই.পি.ও.র মাধ্যমে পুঁজি সংগ্রহ করারও প্রয়োজন হয়। সে ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অথবা উভয়ে তালিকাভুক্ত হয়ে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারে।
 

গুরুত্বপূর্ণ সংযোগ
মুজিব১০০ আ্যাপ

মাস্ক পরুন সেবা নিন