Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ৬ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ এপ্রিল ২০১৭

মাগুরার শ্রীপুরে ৩০৮টি পরিবার পেল নতুন বিদ্যুৎ সংযোগ


প্রকাশন তারিখ : 2017-04-13

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার খালিয়া-খড়িচাইল গ্রামের ৩০৮টি পরিবার পেল নতুন বিদ্যুৎ সংযোগ। বুধবার দুপুরে খালিয়া বাজারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহ্হাব।
এ সময় শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান এমএম মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক মফিজুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী, পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী আবদুল হানিফ, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাহফুজুর রহমান প্রিন্স, শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেন মোল্যা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সামাজ সেবক কামাল হোসেন শিকদার ও আশা খন্দকার ।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক মফিজুর রহমান জানান, ১ কোটি ৯ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে খালিয়া-খড়িচাইল গ্রামের সাড়ে ৭ কিলোমিটার নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণসহ গ্রামের ৩০৮টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
এর আগে মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহ্হাব এমপি অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে খালিয়া-খড়িচাইল পাকা সড়ক উদ্বোধন করেন।

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন