Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ১২ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ মার্চ ২০১৭

পঞ্চম স্থান অর্জন করল বাংলাদেশ


প্রকাশন তারিখ : 2017-03-13

হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২-এ পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ। স্থান নির্ধারণী খেলায় নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র হওয়ার পর শ্যুট আউটে ঘানাকে ৪-৩ গোলে হারিয়ে ম্যাচ জিতে যায় জিমি-চয়নরা।
শ্যুট আউটে গোল করেন কৃষ্ণ কুমার, কৌশিক ও জিমি। সাডেন ডেথেও আবার গোল করেন কৃষ্ণ কুমার। কিন্তু চয়ন আর রোমান সেখানে গোল করতে ব্যর্থ হন।
গতকাল জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত পঞ্চম স্থান নির্ধারণী এই ম্যাচে ঘানার পাওয়ার প্লের তাল সামলাতে পারেনি বাংলাদেশ। খেলার নির্ধারিত সময় ৩-২ গোলে পিছিয়ে ছিল। নিয়ম অনুযায়ী পেনাল্টি কর্নার শেষ করলেই বাজবে শেষ বাঁশি। আর ঠিক এমন মুহূর্তেই রাসেল মাহমুদ জিমি ৩-৩ গোলে সমতা এনে বাংলাদেশকে নিয়ে যান শ্যুট আউটের লড়াইয়ে। আর সেখানে জয় পায় বাংলাদেশ।

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

শেখ রাসেল পদক ২০২৪

 

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন