Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ১৩ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মার্চ ২০১৭

রাজশাহীতে আরো ৩৯৬টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ


প্রকাশন তারিখ : 2017-03-18

রাজশাহী জেলার চারঘাট উপজেলার নয়টি গ্রামে কিছু দাতব্য প্রতিষ্ঠানসহ ৩৯৬টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
এ জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) স্থানীয় কার্যালয় ১৮ কোটি দুই লাখ টাকা ব্যয়ে ৬ দশমিক ০৫৮ কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন ও ৩১টি ট্রান্সফরমার স্থাপন করেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল ভায়ালক্ষ্মীপুর এলাকায় প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সরবরাহ স্কিমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত এক জনসভায় বক্তৃতাকালে শাহরিয়ার আলম বলেন, দেশের উন্নয়ন ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে বিদ্যুৎ সরবরাহ অপরিহার্য। এ কারণে বর্তমান সরকার এই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
তিনি বলেন, চলতি বছরের শেষের দিকে বাঘা ও চারঘাট উপজেলার সকল বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ নাই সেসব প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদন তিন হাজার থেকে ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত করেছে ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আরইবি’র মহাব্যবস্থাপক নিতাই কুমার সরকার, উপ-মহাব্যবস্থাপক আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ও পৌর মেয়র মুকতার আলী প্রমুখ।

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

শেখ রাসেল পদক ২০২৪

 

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন