Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ৪ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মার্চ ২০১৭

বাংলাদেশ-ভারত দ্বিতীয় জ্বালানি সংলাপ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2017-03-19

বাংলাদেশ-ভারত দ্বিতীয় জ্বালানি সংলাপ শনিবার ঢাকায় সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়।
সংলাপে বাংলাদেশের পক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী এবং ভারতের পক্ষে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের সচিব কে ডি ত্রিপাঠি নেতৃত্ব দেন। আগামী দিনের জ্বালানি সংকট মোকাবিলায় উভয় দেশই পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে ও সহযোগিতার ক্ষেত্র বাড়াতে একমত পোষণ করে।
এবারের দ্বিতীয় জ্বালানি সংলাপে বাংলাদেশের অফশোরে ONGC Videsh Ltd- এর অনুসন্ধান কার্যক্রম, পেট্রোনেট কর্তৃক R-LNG টার্মিনাল নির্মাণ, আইওসিএল কর্তৃক R-LNG সরবরাহ প্রস্তাব, তাপি পাইপ লাইনে সংযুক্ত ভারতীয় নেটওয়ার্ক ব্যবহার করে তুর্কিমিনিস্তান ও ইরান থেকে গ্যাস আমদানি, মিয়ানমার থেকে গ্যাস আমদানিতে যৌথ উদ্যোগ গ্রহণ, নোমালিগড় হতে ডিজেল আমদানি, আইওসিএল কর্তৃক চট্টগ্রামে LPG Plant ও টার্মিনাল নির্মাণ, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর, প্রশিক্ষণ, নীল অর্থনীতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ভারত পেট্রোকেমিক্যাল ও মোম রপ্তানির প্রস্তাব দেয়।
উল্লেখ্য, প্রথম সংলাপ দিল্লীতে ২০১৬ সালের জুনে অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ-ভারত তৃতীয় জ্বালানি সংলাপ ২০১৮ সালের মার্চে দিল্লীতে অনুষ্ঠিত হবে।

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন