Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ১১ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জানুয়ারি ২০১৭

জয়পুরহাটে ১৭ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৭৪৬ প্রকল্প বাস্তবায়ন


প্রকাশন তারিখ : 2017-01-18

জয়পুরহাট জেলা পরিষদ বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় বর্তমান সরকারের গত ৮ বছরে ১৭ কোটি ১৯ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে ১ হাজার ৭৪৬টি প্রকল্প বাস্তবায়ন করেছে।
জেলা পরিষদ সূত্র বাসস’কে জানায়, অর্থবছর ভিত্তিক বরাদ্দ ও বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ২০০৮-২০০৯ অর্থবছরে ১ কোটি ২০ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে ১২০টি প্রকল্প, ২০০৯-২০১০ অর্থবছরে ১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ১৭৭ টি প্রকল্প, ২০১০-২০১১ অর্থবছরে ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে ১৪২ টি প্রকল্প, ২০১১-২০১২ অর্থবছরে ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১৮৩ টি প্রকল্প, ২০১২-২০১৩ অর্থবছরে ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ১৭২ টি প্রকল্প, ২০১৩-২০১৪ অর্থবছরে ২ কোটি ১২ লাখ ১৬ হাজার টাকা ব্যয়ে ১৮৭ টি প্রকল্প, ২০১৪-২০১৫ অর্থবছরে ২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ২৫৮টি প্রকল্প এবং ২০১৫-২০১৬ অর্থবছরে ৫ কোটি ১৭ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ৫০৭টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
বর্তমান সরকারের বিগত ৮ বছরে জয়পুরহাট জেলায় এ সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে গ্রামীণ জনপদে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ও অবকাঠামো গত ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

শেখ রাসেল পদক ২০২৪

 

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন