Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ১৩ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ মার্চ ২০১৭

কোইকা পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে : আইজিপি


প্রকাশন তারিখ : 2017-03-16

মহাপুলিশ পরিদর্শক একেএম শহিদুল হক বলেছেন, সন্ত্রাস দমনে সামর্থ্য বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশকে দক্ষিণ কোরীয় সাহায্য সংস্থা কোইকা সহযোগিতা করবে।
তিনি বলেন, কোইকা ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের জন্য সাহায্য করার পাশাপাশি সামথ্য বৃদ্ধিতে সাহায্য করবে।
গতকাল রাজধানীর পুলিশ সদর দপ্তরে কোরীয় একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আইজিপি এ কথা বলেন।
প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাংলাদেশে অবস্থিত কোরীয় দূত এএইচএন সেং ডু। তার সাথে ছিলেন কোইকা দেশীয় প্রতিনিধি জো হাউওংইউসহ পুলিশ কর্মকর্তাগণ।
আইজিপি বলেন, দক্ষিণ কোরী দূত বাংলাদেশ পুলিশের সামর্থ বাড়াতে প্রশিক্ষণ প্রদানসহ বিবিন্ন বিষয়ে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সেই সাথে বাংলাদেমে প্রথমবারের মতো আন্তর্জাতিক পুলিশ প্রধানদের সম্মেলন করায় প্রশংসা করেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ সাইবার অপরাধ দমনে কাজ করছে। এ সেক্টরে কোইকা পুলিশকে সহযোগিতার আশ্বাস প্রদান করে।
সভায় সহকারী মহা-পুলিশ পরিদর্শক এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
পরে আইজিপি প্রতিনিধিদলের সদস্যদেরকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

শেখ রাসেল পদক ২০২৪

 

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন