Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
  • ৬ বৈশাখ, ১৪৩১
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জানুয়ারি ২০১৭

শেষ টেস্ট খেলতে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল


প্রকাশন তারিখ : 2017-01-18

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েলিংটন ছেড়ে স্থানীয় সময় বেলা ১টা ১৫ মিনিটে ক্রাইস্টচার্চে পৌঁছায় টাইগাররা। ক্রাইস্টচার্চ টেস্ট দিয়েই এবারের নিউজিল্যান্ড সফর শেষ করবে বাংলাদেশ।
গেল ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ওয়ানডে দিয়েই সফর শুরু করেছিলো বাংলাদেশ। এরপর নেলসনে সিরিজের বাকী দু’টি ওয়ানডে খেলে টাইগাররা। তিনটি ম্যাচ হেরে সিরিজে হোয়াইটওয়াশ হয় মাশরাফির দল।
ওয়ানডের মত তিন ম্যাচের টুয়েন্টি টুয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। সিরিজের প্রথম টি-২০ নেপিয়ারে হলেও, পরের দু’টি অনুষ্ঠিত হয় মাউন্ট মঙ্গানুই’তে। আর সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয় ওয়েলিংটনে। টেস্টে প্রথম সাড়ে তিন দিন চালকের আসনে থেকে শেষ পর্যন্ত ৭ উইকেটে ম্যাচটি হারে বাংলাদেশ। ফলে দু’ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে যায় মুশফিকুরের দল।
পিছিয়ে থেকেই আগামী ২০ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

প্রকাশনাঃ বদলে যাওয়া দৃশ্যপট

জরুরি হটলাইন

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা

স্মার্ট বাংলাদেশ ২০৪১

মুজিব১০০ আ্যাপ

নবস্পন্দন